হয়তো আকাশের দিকে তাকিয়েই আজীবন হারিয়ে যাবো,
ঠিকানাহীন নীল মেঘেদের মতো ভেসে বেড়াবো l
তোমার আমার এই যে রসায়ন,এই যে প্রেম,
ফুরিয়ে গেল বোধহয়, আবার অকেজো হৃদয়-সিস্টেম
l
চোখ মুদে যে নেশায় তুমি বিভোর,
এখনো প্রান ফিরে পাওনি, রাত পেরিয়ে ভোর l
নেশাগ্রস্ত আমিও, পাশে দাঁড়িয়ে তাল খেজুরের সারি,
মানুষ পরিবর্তনশীল ঠিক যেন ভারসাম্যহীন জুয়াড়ি
l
তুমিও তেমন,জুয়াড়ির সঙ্গিনী, দূরে হারিয়ে যাওয়া স্রোত,
বাড়ছে রক্তচাপ ক্রমশ, আবার গড়ে উঠছে পুরনো প্রতিরোধ l
তুমি যাও চলে যাও আরও অনেক অনেক দূরে,
আমি আকাশের দিকে তাকিয়ে,
আবার হারিয়ে যাবো,
রাতের অন্ধকারে l