সময় জীবনের ইতিহাস পাল্টে দেয়
স্মৃতির পর্দায় মুক্তি পায় শৈশব
আমার ঘুড়ি আমার শৈশবের কথা বলে
মাঝ আকাশে উড়তে থাকা দোবগ্গা আমার বামপাসের ফুসফুস
মুকখিল আমার সৌন্দর্য্য মোমবাতি-মার্কা অহংকার
আমার কাছে তখনও এক ডজন
লাটাই ভর্তি জংলি সেখ
বাতাস ভর্তি মহাকাশে আমি চ্যাম্পিয়ান
হৃদয়ের দুরবীনে আমি বিশ্বজয়ী
ধারালো সুতোয় আমার গর্বের বহিঃপ্রকাশ "বাজারে নাইকো ঘুড়ি কেটে কেটে সাফাই করি" এই শ্লোগানই আমার বিপ্লব
স্বপ্নজুড়ে লাল নীল হলুদের উরুক্কু লড়াই
সহস্র কোটি যুদ্ধের পর আমার ঘুড়ির দল আজ সত্যিই বড় ক্লান্ত
ছ'পাকের সুতো খুলতে খুলতে পাকহীন
লাটাইয়ের ভাঙ্গা চাকাগুলো কবেই ভেসে গেছে গঙ্গার পবিত্র স্রোতে
আমার শেষ ঢাউস চাঁদিয়াল খোলা আকাশে ভৌকাট্টা
সময়ের ব্যবধান শৈশবকে এনেছে কৈশোরে
কৈশোরকে যৌবনের ঘূর্ণিপাকে
জীবন জীবিত
তবুও আমার হারিয়ে যাওয়া ঘুড়ি আমার লাটাই আমার রক্তে রক্তাক্ত
ব্যাথা পেলেই চিত্কার করে উঠি "বাজারে নাইকো ঘুড়ি কেটে কেটে সাফাই করি"