ব্যর্থ প্রেমPoem20140417033151
আর কি ফিরে আসবে না যদি হৃদয় খুলে করি আবার মোড়কহীন? অন্তরের রূপকথায় তোমার সকল ব্যাথায় যদি মিশে থাকি প্রতিদিন| সেই চাঁদ ওঠা রাতে হাতে হাত রেখে পথ চলা শত কাজের মাঝে,তুমি ছিলে খুব কাছে তাই সুন্দর ছিল আমাদের স্বর্গরথ| জানি কুহেলিকাও ছিল আঁধারের নিকষ ডালে তবু চোখ বুজে ছোঁয়া হাত,জেগে জেগে সারারাত,কাটিয়েছি এ প্রানের আড়ালে| সেসব স্মৃতি মোছেনি আজও শুধু তুমি চলে গেছ হৃদয় থেকে দূরে সেই ছায়া ভরা পথে,একা যেতে যেতে,মিলিয়ে গেছ চোরা স্রোতের মতো সুদূরে| আজ সবার মাঝে যখন ফিরি একা একা বসি নদীর তীরে,মনে পড়ে ধীরে ধীরে, শুধু তোমার পাব দেখা|দেব না তো আর ফিরে যেতে তোমায় কাঁদব দুজনে,হাসব দুজনে,মিলব গোপন খেলায়|লুকোনো মনের পবিত্র প্রেম এখনও ফিরে চায় জল ভরা চোখে,প্রেমহীন শোকে,জাগিব সারারাত সেই নিরালায়|ফিরিয়ো না মুখ আর অভিমানিনীর মতো চিঁড়ে দেখো বুক,কোথাও নেই সুখ,তুমি ছাড়া এ হৃদয়ে কষ্ট কত| ভালোবাসা যদি কেড়েই নিলে শেষে তবে লজ্জা পাব না আর করব না হাহাকার,ব্যর্থ শেষ নিবেদনে ঘুরব চিরকাল সন্ন্যাসীর বেশে|
কবিতাটি ৬১৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ১৭/০৪/২০১৪, ০৩:৩৩ মি: