তোমার সুখ-ছোঁয়া মুখপানে
তাকিয়ে আমি হারাই ক্ষণে ক্ষণে
যদি কিছু নাইবা ছিল মনে
কেন অমন তাকালে মুখপানে ?
চুলের বাঁধন হাওয়ায় গেলো খুলে
মনের উঠোন উঠলো দুলে দুলে
প্রেমের স্রোতে হারিয়ে গেলো ভয়
আমার জগৎ হল আলোকময়।
যদি কিছু নাইবা দিলে আর
হল আলোর জগৎ অন্ধকার
ফিরিয়ে নিলে মুখটি আনমনে
ভয়ে আমি হারাই ক্ষণে ক্ষণে।