সারা দুপুর জুড়ে আকাশ
মুখ করেছে গোমড়া
কোথায় গেলো দুষ্টুর দল
কোথায় গেলে তোমরা?
ভিজবে না কি ফোঁটায় ফোঁটায়
বৃষ্টি ভেজা দুপুরে
ভেজা পথের ভেজা মাটি
নিরিঝিনি নূপুরে,
ঘরে ফেরার নেই যে তাড়া
পরীক্ষা শেষ সবে
আবার কবে হবে সুযোগ
ভিজবো আবার কবে?
পুকুর ডোবা ছন্দ তুলে
ডাকছে তোমায় আজ
ফেলে রাখো পড়াশোনা
ফেলে রাখো কাজ।
সারা বেলা দাপিয়ে জলে
ঘরে ফিরে এসে
হাত দুখানা চুলোর 'পরে
শেকে নিয়ো শেষে।
(শিশুতোষ ছড়া)