তোমার মতো আমিও যখন
ছোট্ট ছিলাম বেশ
পড়াশোনার চাপ ছিল না
ছিল খেলার রেশ।
নানা রকম খেলা খেলে
কাটিয়ে দিলাম বেলা
তাই বলে কি পড়াশোনায়
ছিল অবহেলা?
চি-বুড়ি, গোল্লাছুট আর
লাটিম দিয়ে খেলে
ডাংগুলিতে পাড়া মাতায়
সেই ছোট্ট ছেলে।
তুমিও কি আজকে বসে
পড়ছ অনেক পড়া
খেলা ছেড়ে কষছ শুধু
অংক কড়া কড়া।
পড়া যেমন গড়ে জীবন
খেলাও ঠিক তাই
দুয়ে মিলেই গড়বে জীবন
বলেন খনার ভাই।
(ছোটদের ছড়া)