এই ফাল্গুনে সাজিয়েছি অঞ্জলি
স্বপ্নের মায়াময় সৈকতে
অবেলায় কুড়াতে আসি
ছড়ানো ঝিনুক-কড়ি।
শূন্য বুকের জমিনে পেতে নকশিকাঁথা
থালা ভরি মৌসুমী ফলে
পরানের গহিন ভিতরে
যেন তার স্মৃতিটুকু গাঁথা ।
ফেরো যদি মখমল পথে নির্জনে
নিজেরে বিলাও দুই হাতে,
খরুচে মনের আগল খোলো
বসন্তের সমগ্র অর্জনে ।
এই ফাল্গুনে প্রেম ঢলে আমি ভাসি
অশ্রু ভেজা বরমাল্য,
আরেক ফাল্গুনে দুজনার অভিসারে
তুমি বোলো ভালবাসি।