আকাশের বুকে আজ মেঘ জমেছে
বাতাস ভাসায় গলিত শবের ঘ্রান
ও কাদের লাস? পথের ধারে পড়ে
রৌদ্র তাপ শুষেছে তাদের প্রান।।

সবুজ আজ নিখোঁজ বালির ভিতর
উদ্যান আজ হয়েছে মরুভূমি,
ওরা কারা?  যাদের বাঁধন হাতের মুঠো
রাখীর বদলে পড়েছে লোহার দড়ি।।

শুকনো পাতা ছড়িয়ে পথের ওপর
সময় বসেছে শুকনো পাঁজরের স্তূপে।
শোনো পথিক - ঐ আকাশ বাতাস কাঁপে!
মাংসলোভী শকুনের উল্লাসে।।

----------------------