হারাবার আর ভয় পাই না এখন
শূন্য আমার, হারাবার মতো কিছু ই যে নেই বাকী।

আকাশের বুকে স্বাধীন ডানা মেলে উড়ে বেড়ানো
পাখিটার মতো হারিয়ে ফেলেছি শৈশবটাকে
শুধু হিজল গাছের তলায় পদ্ম পাতায় মুড়ে
রেখে এসেছি খানিক শিশির বিন্দু।

সেই আদিগন্ত মাঠের কোল জুড়ে
ছেয়ে থাকা হলুদ সর্ষেক্ষেত
আর তার পাতায় পাতায় উড়ে বেড়ানো
রঙিন প্রজাপতি ....আর শান্ত দুপুরের কোল বেয়ে
ঢলে পড়া রুপালি রোদের ঝরনার অবিরাম ঝড়ে যাওয়া
শব্দের তান আমি হারিয়ে ফেলেছি সময়ের স্রোতে।

একটা সজল বয়ে যাওয়া নদীর
শান্ত শিতল ঘাট, আর ঘাটের চাতাল জুড়ে
ছড়িয়ে থাকা মস্ত বট গাছের ছায়া। ছায়ার তলায় একলা বসে পাখি। শরীর জুড়ে রঙিন পালক... আর করুন দুটো আক্ষি। আক্ষির ভিতর বয়ে যাওয়া নদীর স্রোত। স্রোতের তলায়  স্মৃতি । স্মৃতি জুড়ে তুমি.... মেঘের কোলে হারিয়ে যাওয়া চাঁদের মতো তোমায় হারিয়ে ফেলেছি আমি।।

হারাবার আর ভয় পাই না এখন....
শূন্য আমার হারানোর মতো কিছুই যে নেই বাকি ।