বিষন্ন পুরে কেটে গেলো কয়েকটা বছর
আমি নির্বাসনে, তোমার আদেশে বন্দী।
মাথার ওপর সুবিশাল আকাশ
আর আকাশ জুড়ে ঘনিয়ে আসা মেঘ
মেঘের ভিতর আলোক স্রোতের ঝলক
আর চার দেওয়ালের কারাগারে নির্ঘুম চোখের পলক,
যে চাওনির ভিতর হতে নামাও বৃষ্টি তুমি।
বিষন্ন পুরে কেটে গেলো কয়েকটা বছর
আমি নির্বাসনে তোমার আদেশে বন্দী।।
একটা জোছনা হীন রাত
তার কোলে জেগে থাকা আলোক শিশুর দল
তীক্ষ্ণ হিমেল হাওয়া
আর আঁধার ছাওয়া পথ
পথের পাশে দুর্গম
তার ভিতর ভালোবাসা নির্মম
আর শরীর জুড়ে অবহেলার স্রোত
এসব আমায় কাঁদায় রোজ
তা একবার জানতে যদি.......
বিষন্ন পুরে কেটে গেলো কয়েকটা বছর
আমি নির্বাসনে তোমার আদেশে বন্দী।।