ডাক দিয়েছে বসন্তের হাওয়া।
গাছে গাছে ফুটেছে পলাশ ফুল!
একাকী আজ ভাবছি তোমার কথা,
নয়নে? শুধু তোমার লাজুক মুখ।।
হলুদ শাড়িতে মানিয়েছে তোমায় বেশ,
কাজল ভরা ঐ চোখেতে যেনো মায়া!!
ললাট মাঝে ছোট্ট একটা টিপে,
হয়ে উঠেছো আজ আমার তিলোত্তমা।।
তোমায় নিয়ে লিখেছি অনেক গান,
এমনি কোনো এক বসন্তের আলাপে।
যদি কখনো রাজি থাকো তুমি,
শেষ বিকেলে গাইবো একসাথে।।