এখন গভীর রাত।
একমুঠো অন্ধকার হাতে নিয়ে বসে আছি জানালার ধারে,
বাইরের ব্যস্ত শহর যেনো ঘুমন্ত কিশোরী!
ডুব দিয়েছে স্বপ্ন সাগরে।।
তাই আমি একাকি অন্ধকারে বসে
হাতরে চলেছি বিশাল সাগরের মাঝে।
ডুবুরি হয়ে ডুব দেই আমি সাগরের তলদেশে,
হারিয়ে যাওয়া মুক্ত সন্ধানে।
তবুও পাইনা খুঁজে সঠিক পথের সন্ধান
ক্রমাগত ঘুড়ে মরছি পথভ্রষ্ট পথিকের মতো,
তবুও এগিয়ে চলেছি আসমুদ্র অন্ধকার বুকে নিয়ে
এমনি এক গভীর রাতে।।