আমি যখন ভিক্ষা করে ফিরি
তোমার শীততপ নিয়ন্ত্রিত গাড়িটি
তখন-
বাতাস বেগে আমার পাশ কেটে চলে যায় ।
আমার ভিক্ষার থালে দেওয়া
তোমার দু'টাকার কয়েনটি
ভালোবেসে আমি-
দেড় টাকার তাগা দিয়ে
গলায় লকেট করে রেখেছি।
তোমার গাড়ির কাঁচের বাইরে থেকে
তোমাকে ভালোবেসেছি।
ভালোবাসায় যদি বিভেদ না থাকে
তুমি ভালোবেসে দেখাও
আমার মতো ভিখারীকে ।