মনে আছে?
হোলির দিন প্রথম আবিরটা
আমাকেই দিতে হতো।
তোর মন খারাপের দিন গুলো ভুলিনি আমি,
মনে আছে ,থাকবেও ,,
যতদিন বাঁচবো।
তোর নতুন বই
আমাকে প্রথম পড়তে হতো ,
তোর নতুন পেনে
আমাকে প্রথম লিখতে হতো,
তোর টিফিনের খাবারটা
আমাকে প্রথম খেতে হতো,
মনে আছে ?
জলের বোতলটা
আমাকে ছাড়া আর কাউকে দিতিস না,,
ছুটির শেষে না দাঁড়ালে
কি কান্ডটাই না করতিস!!
মনে আছে ?
শরতের বিকেলে
কাশফুলের বায়না করতিস,,
পুজোয় পায়ে আলতা লাগিয়ে দেওয়ার
জেদ করতিস,,
কপালের টিপ টাও
পড়িয়ে দিতে হতো।
আর মুখ ভার করে
কানের দুল হাতে বসে থাকতিস ,
তোর সাথে নদীর জলে
নৌকা ভাসাতে যেতে হতো ,
তোর মন খারাপের দিন গুলোই ভালো ছিল,
কতো রাগ , কতো বায়না,
কতো মন খারাপের সময়,
সব শেষ,,
হঠাৎ করেই সব শেষ হয়,
অবশেষে অভ্যাস করতে হয় বেঁচে থাকার।