ঝরা পাতার মতোই
উড়ে যাই ঝড়ে,
বাসি ফুলের মতো
বিসর্জন হয় রোজ,,
তবুও তাকিয়ে থাকি......
কেন সাহস হয় না বলার
নিজেকে বুঝিয়ে চলার,,
একদিন নীরবে বিদায় নেবো
সেদিনও তোমাকে গোলাপ দেবো।।