তুই মহাকাশের মতো বড়,
এই ক্ষুদ্র হৃদয়ে
স্থান দেওয়ার স্পর্ধা নেই আমার,
তুই যতটা তার এক বিন্দু আমি নই,,
আমি ছোট্ট ভাসমান মেঘের মতো,,
তোকে অবজ্ঞা করার সাহস আমার নেই ।
তুই সীমাহীন,
কল্পনার এতটা শক্তি নেই তোকে ছুঁয়ে যাওয়ার।
তোর ছায়াহীন উপস্থিতি নিয়ে প্রশ্ন আসে,
উত্তরের আয়োজন আমি করিনি,,
সারাজীবন নিষ্পাপ ফুলের মতোই
তোর দিকে তাকিয়ে থাকবো।
তুই মহাজাগতিক,
রাতের দূরবীনে তোকে কাছে ডাকবো,
তবুও তোকে স্পর্শ করার
চেষ্টা করবো না কোনোদিন।
এই প্রনম্য সৃষ্টির মাঝে
আমার সৃষ্টি অতি নগণ্য।
কোটি কোটি বছরের অস্তিত্বে
আমি একজন ক্ষণজন্মা।
তোর হাসিতে
আঁকা থাকুক তারাদের জন্ম,
তোর গল্পে লেখা থাকুক
হারানো প্রজন্ম।