একদিন
সামনে গিয়ে দাঁড়াবো,
তোর ভাঙা ভাঙা শব্দগুলো
জোড়া লাগাবো।
শূন্য আকাশের দিকে তাকিয়ে
যোগ বিয়োগের খেলা ভুলবি সেদিন।
ছায়াপথে নিজেকে
অস্তিত্বশূন্য করে ফেলেছিস।
স্বপ্নের চেহারা গুলো
কতোটা বিষাক্ত, কালো ,
বুঝতে পেরেছিস বল...
একদিন
আবার সামনে গিয়ে দাঁড়াবো
তোর ভাঙা ভাঙা ইচ্ছে গুলো
জোড়া লাগাবো।
নীরব নিস্তব্ধতায়,
যোগ বিয়োগের খেলা ভুলবি সেদিন।
জীবন্ত আগ্নেয়গিরিতে
নিজেকে ঝলসে ফেলেছিস।
স্বপ্নের পথ কতোটা রক্তমাখা
বুঝতে পেরেছিস বল....
ফিরে আসা কতোটা কঠিন...
এবার অন্তত...
ধূপের ধোঁয়ায়
নিজেকে বদলে নিস।।