যদি সবুজ পাতাকে আঘাত করি ,
আমায় শাস্তি দিও।
যদি ফুল ছিঁড়ে নিই ,
আমায় শাস্তি দিও।
যদি পাখিদের বিচলিত করি,
আমায় শাস্তি দিও।
যদি গাছ ভেঙে ফেলি
আমায় শাস্তি দিও।
যদি ঘাসেদের আঘাত করি,
আমায় শাস্তি দিও।
যদি তোমায় আঘাত করি
আমায় মৃত্যু দিও।