হঠাৎ থমকে গেলাম,
পা গুলো আটকে গেলো
রাজপথের পিচে।
খোলা চুল ধুলোবালিময়,
চোখের কোণে কালি জমে গেছে
নিজেই বকে যাচ্ছে অনর্গল।
অপরিষ্কার পোশাকে
ও এখন ডাস্টবিনে খাবার খোঁজে,
ড্রেনের জলে তেষ্টা মেটায়।
রাতের শহরে ফুটপাথে
একাই খুঁজে মরে ছায়াকে।
তাকে প্রশ্ন করেছি অনেক,
উত্তর পাইনি।
পৃথিবী কতো নিষ্ঠুর হতে পারে!
অনেক বছর আগের
সে আর সে নেই,
স্বপ্নের ফেরিওয়ালা
এরকম হয় বুঝি??