কোথায় তুই?
আর বায়না করবি না?
তোর আবদারের শব্দ গুলো
সবসময় প্রতিধ্বনির মতো ভেসে আসে।
শেষ খামে
তোর এখনও স্পর্শ লেগে আছে।
শেষ আগমনে
আরও কিছুক্ষণ থাকতে চেয়েছিলি মনে আছে।
তুই ফুলের পাপড়িতে লিখে দিয়েছিলি
আমার নাম।
সবুজ পাতায় তারিখ লিখে
জীবনের সংজ্ঞা জানতে চেয়েছিলি।
কোথায় তুই?
তুই খেলবি বলেছিলি
কাগজের নৌকা নিয়ে,
আজও তোর প্রিয় নদীঘাটে বসে আছি ।
আজও তোর পায়ের ছাপ
ধুয়ে যেতে দিইনি।
মেঘের পালকে
তোর নাম লিখে উড়িয়ে দিয়েছি মহাশূন্যে,
এখন শুধু একটা জীবনের অপেক্ষা..........।