প্রশ্নের বিবর্তনের ছন্দে.....,
সূক্ষ্ম উত্তরের কৌশল জানা নেই।
গল্পের প্রারম্ভিক মুহূর্তেই নীরবতা জন্ম নেয়।
যেপথে হারিয়ে যাওয়ার কথা ছিল,
যে পথে শিউলি ফুল কেঁদেছে ভোরে,
তার সন্ধান এখনও মেলেনি।।।
কিছু বিষাক্ত ধূলিকণায়
পরমায়ুর হিসেব করতে হয়েছে প্রতিদিন।
কিছুটা বাধ্য পাখির মতোই
উড়ে যেতে হয়েছে ঘর ছেড়ে ।
এখনও জানা নেই,
কতটা পথ অতিক্রম করলে
তবে ঘরে ফেরা যায়.......।
একই কক্ষপথে আবর্তনের মতোই
শুধু আসা যাওয়া,
একরাশ অপেক্ষার স্তুপে ক্ষয় হতে হয় প্রতিনিয়ত।
গাছের সাথে শুকনো পাতার বিচ্ছেদের মতোই
খসে যায় জীবনের শেষ বন্ধনও।
যেটুকু চাওয়া ছিল.......
সেই প্রাপ্তির যোগ বিয়োগে অদৃশ্য গন্তব্য
গ্রাস করে অলিন্দের স্পন্দন।
ঘরে ফেরার চিঠি
সেই ডাকঘরের অন্ধকারেই থেকে যায়......।।।।