আমার নেই বাড়ি ফেরার তাড়া
আর নেই গল্প লেখার কাজ,
পথেই আমার মিলেছে আশ্রয়
বেমানান সব জীবনের সাজ।
আমার নেই বাড়ি ফেরার তাড়া
আর নেই পুতুল খেলায় লোক,
পথেই আমার মিলেছে আশ্রয়
দগ্ধ করে অতীতের শোক।
আমার নেই বাড়ি ফেরার তাড়া
আর নেই ছোট্ট খেলাম বাটি,
পথেই আমার মিলেছে আশ্রয়
পৃথিবীটা অতিথিদের মাটি।
আমার নেই বাড়ি ফেরার তাড়া
আর নেই লুকোচুরির দেশ,
পথেই আমার মিলেছে আশ্রয়
রাতের জোনাকি নিয়নে শেষ।
আমার নেই বাড়ি ফেরার তাড়া
আর নেই নতুন ভোরের আলো,
পথেই আমার মিলেছে আশ্রয়
এবার শেষের শিখাটা জ্বালো।