একদিন জীবন থেকে
হঠাৎ করে বিরতি নেবো......।
তুমি চমকে যাবে,,
তুমি থমকে যাবে চোখের সামনে এসে।
স্থির চোখের ইশারায়
যদি পারো কিছু অর্থ বুঝে নিও।
কিছু শব্দ অপ্রকাশিত থাকুক,
প্রকাশে অর্থের গভীরতা কমে যায়,,
এখনও হয়ত সময় আসেনি বোঝার,
এখনও হয়ত কিছু কথা বাকি আছে,,
কিছু অবকাশে
তোমায় বোঝানোর চেষ্টা করেছি অনেকবার,,
ব্যর্থ হয়েছি শুধু.....।
নির্ঝরের স্বপ্নভঙ্গ মনে পড়ে,
সঞ্চয়িতার মানে অনেক গভীর।
অনেক গভীর......।