আজ থেকে কয়েক দশক পরে
আবার যখন দেখা হবে....,,
হয়তো চিনতে পেরেও
এড়িয়ে যাবো দুজনেই।
রাস্তার ধুলোয় , দুজনেই,
শুধু খুঁজে বেড়াবো যা হারিয়েছি।
বেমানান পৃথিবীতে
কেবলই ভুল ভারসাম্য।
উল্টো উপসংহারে
অশ্রুসিক্ত ইতি।
নীরবতার অভিধানে
তাই কোনো অনুসন্ধান থাকে না।
সময়ের আবরণে
খোলা চিঠির ঠিকানা ঢেকে যায়।
কিছু অর্থপূর্ণ অস্পষ্ট বাক্যে
সমাপ্তি ঘটে জীবনের।