যদি না ফিরি একটা সকালে
তুমি শিউলি ফুল কুড়াবে কি একা?
যদি না ফিরি একটা সকালে
তুমি শিশিরে কি ভিজবে আর?
নাকি অপেক্ষা করবে আরও কিছুক্ষণ
ভেজা ভেজা দুটি চোখে,
নীরবতা ভাঙবে নখে,,
যেভাবে ঢেউ ভাঙে......,
সূর্যাস্তে আকাশ রাঙে।
যদি না ফিরি একটা সকালে
তুমি কুয়াশায় হারাবে কি একা?
যদি না ফিরি একটা সকালে
তুমি কি যত্নে থাকবে আর?
নাকি অপেক্ষা করবে আরও কিছুক্ষণ
হৃদয়ের টানে,
আরও কিছু কথা হবে কানে কানে,
যেভাবে আত্মার কথা হয়.......
স্বপ্নেতে ভাঙে ভয়।