আর ফিরে যাওয়ার পথ নেই
একাকী কেবল শুধু হেঁটে চলা,
কবিতার ভাষায় তাই শুধু
নিজে নিজে কথা বলা।
সময়ের সাথে সময়ের দ্বন্দ্ব
কিভাবে বেঁচে থাকা যায়,
জীবনটা কতো তাৎক্ষনিক
সবাই কি সব কিছু পায়!!
ঠিক ভুল কি সহজ পার্থক্য
বেমানান শব্দের হাসি,
অনুপস্থিতির মিথ্যে বিষাদে
আমরা আগামীর স্রোতে ভাসি।
কতো কথা কতো আলাপন
মেঘে ঢাকা তারা নিয়ে গল্প,
আকাশের কাহিনী জলছবি
জীবনের পরমায়ু অল্প।
কৃত্রিম জীবনের কলরব
শুধু মিথ্যে সমীকরণ,
উত্তর মিলে না শেষ বাক্যেও
মৃত্যুটাই জীবনবরণ।