আবারও যদি ফিরে আসি
মা হবে কেউ।
আবারও ভাসাবে দেহ
অপশাসনের ঢেউ।
রক্ত লাগবে শবে,
আবারও এভাবেই মা একা হবে।
তাই ,,,
আর ফিরে আসবো না।
মোমবাতির মিছিলে বাঁচবো না....।
রক্ত পিশাচের দল
শুধু ঘৃণা অবিচল,,
যুগে যুগে মা আসবে ও রবে,
আবারও এভাবেই মা একা হবে।
শুধু জঞ্জাল...,
নরকের সাজে সেজেছে পৃথিবী।
তবুও উৎসব হয়
ধর্ষকও নির্ভয়.....।
সামাজিক আবর্জনায় অস্থির সবে ,
আবারও এভাবেই মা একা হবে।