তোকে নিয়ে ফিরে যাবো
সেই নির্জন স্টেশনে,
যেখানে
প্রথম দেখা তোর সাথে আমার।
শেষ ট্রেন এর অপেক্ষা করবো,
একটা নিরুদ্দেশের যাত্রায়
হারিয়ে যাবো দুজনে।
ভোর হওয়ার আগেই ,
চেনা শহর ছেড়ে অনেক দূরে,
কোনো অচেনা ঠিকানায়।
কুয়াশার আড়ালে
শুধু তুই আর আমি,
সকালের শিউলি ফুল নিয়ে খেলব,
শিশির কণা মেখে
হারিয়ে যাবো ছেলেবেলায়।
পাখিদের সাথে চুপি চুপি কথা বলবো দুজনে ,
কুঁড়ি থেকে ফুলের আগমন দেখবো,
ফড়িং এর দলে মিশে যাবো,
মেঘের স্পর্শ গায়ে মাখবো,
কাগজের নৌকা ভাসাবো ঝিলে,,
মেঠো আলপথ ধরে
দুজনে হাতে হাত রেখে হেঁটে যাবো....