এই শহর ভালো নেই
ইচ্ছেরা উড়ছে আকাশে,
মনের কঠিন অসুখ
জীবন গুলো বড্ড ফ্যাকাসে।
চোখের কোনে জল জমে
অবহেলা ভেঙে ফেলে ঘর,
প্রিয় মানুষ দূরে সরে যায়
নিলামে ওঠে সম্পর্কের দর।
পথ হারিয়ে যায় কুয়াশায়
ঘন অন্ধকার রাজপথে,
তবুও অপেক্ষা ফিরে আসার
সেই অতীতের শপথে।
থেমে যেতে হয় অসহায় হয়ে
গান লিখতে হয় অচেনা সুরে,
স্বপ্নের পাখিটা মরে যায়
যাযাবরের মতো ঘুরে।
জীবনের মিথ্যে সমীকরণ
অনেক প্রশ্নই উত্তর হারা ,
কতো আয়োজন না বুঝেই
শুধু জিতে যাওয়ার তাড়া।
এতো বিচ্ছেদ কান্নার কলরব
কেউ রাখে না হিসেব তার,
মোমবাতির মিছিলে মানুষের ভিড়
অস্তিত্বহীনের থাকে না ভার।