আর জন্ম নিও না.....
রাজনীতির নর্দমায় আর জন্ম নিও না.....।
পারলে পাখি হয়ে উড়ে যেও বনে,
তবু আর ফিরে এসো না......।

আর জন্ম নিও না.....
রাজনীতির ভাগাড়ে আর জন্ম নিও না......।
পারলে ফড়িং হয়ে উড়ে যেও পাহাড়ে,
তবু আর ফিরে এসো না......।