এখনও সেই রাস্তায় হাঁটলে
তোর ছায়াটা হেঁটে যায় সাথে,
তোর বায়না গুলো
অস্থির করে তুলে এখনও।
ঘাসের উপর দিয়ে হাঁটলে
মুখভার করে থাকতিস ,
ওদের আঘাত লাগবে বলে টেনে ধরতিস,
একটা ফুল তুললে কান টেনে ধরে
শাসন করতিস।
গাছের পাতা ছিঁড়লে
ছেড়ে চলে যাওয়ার ভয় দেখাতিস।
মেঘেদের সাথে
ভেসে যাওয়ার বায়না করতিস।
পাখি হয়ে উড়তে চাইতিস আকাশে,
সন্ধ্যাপ্রদীপে মুখে শাঁখের আওয়াজ করতিস।
পায়ে নূপুরের শব্দ
এখনও ঘুমাতে দেয় না।
হাঁটতে হাঁটতে
ফিরে আসতে হবে সেটাই ভুলে যেতাম।
যেন সেই অসীমের পথচারী।
এখনও....
ছেলেমানুষি গুলো নিয়েই বেঁচে আছি।
তুই পৌঁছে গেলি অসীমে,
আমি থেকে গেলাম পথে।
ক্লান্ত পথিকের মতোই
আর ফেরা হলো না।