হে বঙ্গ জননী,জাগাও তব বীর সন্তানেরে
সাজিতে হবে রণ সাজে ন্যায়ের ধ্বজা হাতে।
নরপিচাশেরা রক্তের মাঝে পেয়েছে ধর্মের গন্ধ ,
নাশিতে হবে অশুভ শক্তি যত আগামীর প্রভাতে।

দুয়ারে দাঁড়িয়ে দুর্নীতি ,শিক্ষার টুঁটি  চেপে ধরে
মেধাবীর মেধা কাঁদছে পথে চটির তলায় পিশে।
পেটের ভাতটা চুরি হয়েছে, ছিনিয়েছে অধিকার,
তোলাবাজিটা বেশ চলছে চোর পুলিশে মিশে ।

ধর্ষিত গনতন্ত্রে দেব জ্ঞানে পূজিত ভন্ড নেতা ,
ভাতার আশায় চাতক হয়ে তাকিয়ে জনগন।
উন্নয়নে ডুবেছে শিল্প,বারুদে ছেয়েছে রাজ্য,
কৃষকের অশ্রু-রক্ত চুষে কুমিরের কান্না সর্বক্ষণ ।

হে যুবক ধর্মের চশমা খুলে, রাজনীতির রং ভুলে,
মানব হয়ে মানবতার দৃষ্টিতে তাকাও একটি বার।
দেখো সভ্যতার কীট ঝাঁঝরা করছে আস্ত সমাজ,
তোমার প্রতিবাদী ভাইয়ের দেহ গুলিতে ছারখার ।