ধুঁকছে শিক্ষা ধুঁকছে রাজ্য
কাঁদছে আপামর জনগণ।
হাসছে রানী দেখছে সবই
হচ্ছে কেবল স্বজন পোষন।
চলছে তান্ডব মাতছে মদে
বাড়ছে বেকারত্বের জ্বালা।
করেছে দুর্নীতি মারছে মানুষ
দিচ্ছে চোরের গলায় মালা।
কমছে শিল্প পচছে কৃষি ,
পাচ্ছে খয়রাতির ভাতা।
ঠকছে মানুষ শিখছে তারা
ভরছে অত্যাচারের খাতা।
পড়ছে খবর শুনছে সবই
জমছে মনে তীব্র ক্রোধ।
আঁকছে ছবি লিখেছে কবি
জাগবে এবার মূল্যবোধ।