তোমার জন্য ভাবতে শেখা,
বাউন্ডুলে মনটা আজ স্থির।
তোমার জন্যই শান্ত হওয়া,
তুমিই আমার শান্তির নীড়।

তোমার জন্য চাতক হয়ে,
কান পেতেছি সেল ফোনে।
তোমার জন্য লেখা কবিতা
রেখেছি উপন্যাসের কোনে।

তোমার জন্য উদাসীন মন,
জমে থাকে হাজারো কাজ।
তোমার জন্য হঠাৎ পুলক,
আবার কখনো মিঠে লাজ।

তোমার জন্য বাঁচাতে চাওয়া,
নতুন ছন্দে জীবন বয়ে চলে।
তোমার জন্যই রঙিন বসন্ত,
কুহু সুরে প্রেমের কথা বলে।

তোমার জন্য সাবধানী আমি,
এ জীবন আর একার নয়।
তোমার জন্য সংগ্রাম করা,
মৃত্যু ভয়কেও করেছি জয়।