তেঁতুলতলার তিনু নেতা,
তিনি নাকি জনদরদী লোক!
দিন মজুর, খেটে খেতেন
ছিল বিশাল বাড়ির ঝোঁক।
কি আর করেন ভেবে চিন্তে
নামেন রাজনীতির ব্যবসায়।
এখন গাড়ি-বাড়ি সবই হল,
অভাব নেই টাকা পয়সায়।
ভোটের সময় মিষ্টি কথায়
কাঁধের উপর হাত রাখেন।
জেতার পরে কাজের নামে
তোলাবাজির ফাঁদ পাতেন।
বেশভুষা ঠিক সন্ন্যাসী যেন,
চুরিতে জুড়ি মেলা ভার।
প্রতিবাদ কে করতে যাবে!
এমন সাহস আছে কার?
মানুষ দুর্নীতিটাই নীতি বুঝে
তবুও ফুল গাছে দিচ্ছে জল।
কাজ কি তবে আর আর্তরবে?
ভুগতেই হবে কু-কর্মের ফল।