কাল প্রবাহে থেমে নেই কিছুই
বয়স বেড়ে যায় ঘড়ির কাঁটায়।
এইতো সেদিন গেলো মনে হয়,
তারিখ লিখলে স্কুলের খাতায়।
উপহারের পাঞ্জাবিটা নতুন আছে,
এরই মাঝে পুরানো হলাম আমি!
হাজারো ব্যস্ততায় গিয়েছে বছর,
একত্রে কাটানো মুহূর্ত গুলো দামি।
ঠিক বারোটায় শুভেচ্ছা বার্তা
এক মিনিট দেড়ি কখনো নয়।
হাতটা এমনি শক্ত করেই ধরো,
মানবো না কিছুতেই পরাজয়।
নীল শাড়িটা আজ পড়ে এসো,
কলেজে মোড়ে ঠিক সন্ধ্যায়।
বার্থডে কেকটা কাটবো দুজন
বাঁধিয়ে রাখবো স্মৃতির পাতায়।
কাঁধে কাঁধ মিলিয়ে বাঁচব দুজন
সমস্ত প্রতিকুলতা কে করে জয়।
ঈশ্বরের নিকট প্রার্থনা কেবল
মৃত্যু দিনটা যেন একই দিনে হয়।