আজীবন সুখের সন্ধানে দিন ফুরালো,
সুখ কেবলই আমায় ছুঁয়ে চলে যায়।
কতই না মনে ফন্দি করি বাঁধবো তাকে,
বেঈমান টিয়ার মতো শুধু শূন্যে পালায়।
পুনরায় স্বপ্ন দেখি নতুন কোনো সুখের,
দিন রাত্রি এক করে সুখ পাওয়ার চেষ্টা।
ক্ষণিকের জন্য যদিও সে ধরা দিয়ে যায়,
আরও বহু গুণ বাড়িয়ে দেয় সুখের তেষ্টা।
আমৃত্যু সুখ অন্বেষণই বুঝি মানব জীবন,
জগতে দুঃখ কেহ নাহি দুহাত পেতে চায়।
সুখের উপর সুখ এসে যদি স্তূপাকৃতি হয়,
দুঃখের অভাবে সুখ শুধুই অবহেলা পায়।
দুঃখের তপস্যা করে যদি সুখ কিছু মেলে,
সে সুখ দীর্ঘস্থায়ী অনুরণিত হয় হৃদয় জুড়ে ।
সুখের খোঁজে দিশেহারা পথিক হয়ে দেখি,
নিজ মধ্যেই আছে সুখ,দুঃখের চাদর মুড়ে।