তুই আমার প্রথম প্রেমানুভুতি,
জীবনের বন্য বসন্তের ছোঁয়া।
ঐ চাঁদ মুখে এক আকাশ শান্তি,
যেন হাজার গুনীজনের দোয়া।
যখন তুই পাশে বসে গল্প করিস,
শরীরটা থাকে নিয়ন্ত্রণের বাইরে।
তাই বুঝি এলোমেলো হয় সবই,
বলতে চাওয়া কথা ভুলে যাই রে।
দেখলে তোকে নিজেকে হারায় ,
অকারণে হৃদস্পন্দন যায় বেড়ে।
মনের ভিতর ওঠে আবেগের ঝর,
কিশোর হৃদয় দ্বারে কড়া নেড়ে।
তোকেই ঘিরে যত রঙিন স্বপ্ন,
দিবারাত্রি কল্পনার জাল বুনে।
কাজল চোখে আছে যত সুখ ,
আর কোথাও নেই বিশ্ব ভুবনে।
কেবল তোর ধ্যানে ধ্যানী আমি,
আর সকল দায় দায়িত্ব ভুলে।
দুজনে গড়বো এক ছোট্ট নীড়,
প্রবাহমান পাহাড়ি নদীর কূলে।