আকাশে ঘন মেঘের ঘনঘটা
বিদ্যুৎ ঝলকে কম্পমান বুক।
বড়ো অসহায় যেন মনে হয়
তোমার সান্নিধ্যে স্বর্গের সুখ।
কচু পাতায় বৃষ্টির ফোঁটায়
টুপটাপ মুক্তার ছড়াছড়ি।
তোমায় পেয়ে সম্রাট আমি
নাইবা থাকুক কানাকড়ি।
স্রোতে ভেসে কাগুজে নৌকা
ও যে হাজার স্বপ্ন ফেরি করে।
এমনই ছইয়ের ভেতরে বসে
কত গল্প বলেছিলে মন ভরে।
ঝড়ে দুলন্ত সুপারি গাছ দুটি
পরস্পরকে ছুঁয়ে দেখতে চায়।
দুটি হাত অজান্তেই ধরে হাঁটে
এক গভীর অনুরাগে ছোঁয়ায়।
সবুজের চাদরে ঢাকা প্রান্তর
সেচের জলে খলসে সরপুঁটি।
বর্ষার ভেজা আমেজ মেখে
দুজনের ব্যস্ততার নেবো ছুটি।