ওরাও আমার ভারতবাসী
ফুটপাতে রাত কাটছে শুয়ে।
অনাহারে দিনযাপন আর
জীর্ণ পোশাক জড়িয়ে গায়ে।

যৌবন যেন ওদের যন্ত্রনাময়
ভাত জোটাতে ইজ্জত লুটায়।
পিতৃপরিচয়হীন সন্তান বুকে
মা ভিক্ষা করে জীবন চালায়।

কখনো আবার ক্ষুধার জ্বালায়
ডাস্টবিনেতে খারাব খোঁজে।
ঝর বাদলে বাঁচার তরে
ব্রীজের তলায় মাথা গোঁজে।

শিক্ষা দীক্ষা বিলাসিতা
ভাত কাপড়ে ব্যাস্ত রোজ।
কুকুরের উপর মাথা রেখে
আগামী দিনের স্বপ্নের খোঁজ।

তবে আছেন কিছু সমাজসেবী
শীতের সময় কম্বল ছোড়েন।
ভোটের দিনে শক্ত করে,
ময়লা শরীর জড়িয়ে ধরেন।