কিশোর হৃদয়ে প্রথম প্রেমানুভুতি,
জীবনে আনে যৌবনের জোয়ার।
তাই বুঝি অকারণে ভালো লাগা,
রাত জেগে আঁকা কল্পনার পাহাড়।

ভয়-লজ্জা মিশ্রিত কম্পিত কন্ঠে,
নিজেকে সঁপে ছিলাম তোমায়।
বিশ্বাসের হাত দিয়েছিলে বাড়িয়ে
বেঁধেছিলে অদৃশ্য এক মায়ায়।

গঙ্গার পাড়ে কৃষ্ণচূড়ার নীচে বসে,
ছিলো একসঙ্গে বাঁচার অঙ্গীকার।
ভালোবাসায় ছিলোনা কোন সংশয়,
তোমার প্রতি ছিল সম্পূর্ণ অধিকার।

বেকারত্বের জ্বালায় কাতর আমি,
তুমি উড়ে গেলে অন্য সুখের নীড়ে।
বিচ্ছেদ ব্যাথায় জীবন্ত জীবাশ্ম হয়ে,
বেঁচে থাকি বন্ধু-আত্মীয়ের ভিড়ে।

যে সুখের আশায় তুমি বাঁধলে ঘর,
বছর দুই পরে হলে ডিভোর্সি নারী।
কেমন কাটছে একা জীবন তোমার,
হে প্রাক্তন আমি জানতে কি পারি?