মারুক লাথি বুকের পরে
ভাঙুক লাঠি পিঠে।
উঠব জেগে রক্তে মেখে
শাসকের চোখে চোখ রেখে।
জল কামানের নেইকো ভয়
চোখের জলে পাষান বুক।
বুক চিতিয়ে লড়ে যাবো
উর্দিধারী যতই আসুক।
ভয় নাই আর শাসক তোমার
চোখ রাঙানি দেখে।
এক ছটাকও ছাড় পাবেনা,
হিসাব নেবো মেপে।
মানবোনা হার আর কিছুতেই
হোক মৃত্যুর সাথে পাঞ্জা।
ছিন্ন হস্তেও উড়তে থাকবে
সততার মহান ঝান্ডা ।
কাঁপবে গদি হুংকারেতে
প্রাসাদ যাবে নড়ে।
আসবে এক নতুন সকাল
মানুষের হাত ধরে।
আছে যত বুলেট তোমার
ঝাঁঝরা করুক বুক।
শহীদ হয়ে লিখে যাবো
স্বাধীনতার সুখ ।