সুখের আশায় দুঃখের নদী দিলাম পাড়ি,
ভাসা আধপোড়া চিতা কাঠের গুঁড়ি ধরে।
আপ্রাণ বাঁচার লড়াই জল তরঙ্গের সাথে,
অবশেষে পেলাম কূল ভয়ংকর ঘূর্ণিঝড়ে।
বাঁধলাম এক ছোট্ট নীড় নদীর ঠিক পাড়ে,
টুকরো টুকরো স্বপ্ন গুলো রঙিন হয়ে ওঠে।
নানা ফুলে সজ্জিত উদ্যান প্রজাতির মেলা,
তার মধ্যে কুটিল মনা পঙ্গপাল এক জোটে।
ফুলের সৌন্দর্য কি আর বোঝে সামান্য কীট,
পেটের আগুন নেভায় ফুল পাতা সাঙ্গ করে।
ন্যাড়া গাছ গুলি সব যেন যক্ষা রোগের রূগী,
পুনরায় বাঁচতে চায় আমার জল মাটি সারে।
হঠাৎ সেদিন মধ্যাহ্নে ঘরে প্রবেশ করে দেখি
পঙ্গপালে ঘর ভরেছে তার দলবল সব লয়ে।
বিবাদে পরাজয় মেনেছি শান্তির বার্তা দিয়ে,
তাই আমি থাকি নিজের ঘরেই পরবাসী হয়ে।