ছড়ানো ডেস্কে হারানো কলম
পুরানো মলাট ছেঁড়া বই।
তারই মাঝে দাগানো ছিল
বেঁচে থাকার লাইন দুটি কই!
তোমার দেওয়া ময়ূর পালক,
দেখে বুকের রক্ত ছলকে ওঠে।
নিমিষে বুজে আসে দুটি চোখ,
লাজুক মায়াবী মুখটি ছিল বটে।
তোমার হাতের লেখায় আমার নাম,
লেখা ছিল সূচিপত্রের এক কোণে।
বুলিয়েছি হাত না জানি কত বার,
কালবৈশাখীর ঘন মেঘ জমে মনে।
ঘনীভূত সেই মেঘ বৃষ্টি ধারা হয়ে
বইয়ের পাতায় নিরবে ঝরে পড়ে।
সেদিন তোমায় সত্যি লাগছিল বেশ
হাঁটছিলে তুমি অন্যকারোর হাত ধরে।