নর কঙ্কালের সিংহাসনে বিরাজমান,
শ্রমজীবীদের রক্ত শোষক এক প্রাণ।
ধর্মের অন্ধকারে সরল মাথা চুবিয়ে,
দেশের উন্নয়নের রথ দুহাতে থামান।

অস্তাচলে বসেছে ব্যাক্তি স্বাধীনতা,
দুর্বৃত্তদের কবলে দেশের সংবিধান ।
যুদ্ধ জিগিরে পার ভোট বৈতরণী,
মৃত দেহে ভরে যায় বালির খাদান।

সাম্প্রদায়িক দাঙ্গার রক্তে উত্থান,
গনতান্ত্রিক রাষ্ট্রের টুঁটি চেপে ধরে।
দেশের সম্পদ নষ্ট তীর্থস্থান নির্মাণে
অসহায় মানুষ ক্ষুধার জ্বালায় মরে।

গণমাধ্যম গুলোর মেরুদন্ড বিক্রিত,
চাটুকারিতা করেই সারাদিন কাটে।
বেকারত্বের যন্ত্রণায় পথহারা যুবক,
নারী সম্মান লুন্ঠিত ধর্ষকের হাতে।