ক্ষমা করো মা এই অধম সন্তানে
রক্ষা করতে পারিনি তব সম্মান।
রাতের আঁধারে জঙ্গলে তোমায়
ছিঁড়ে খেলো রাজনৈতিক শয়তান।
ক্ষমতার নেশায় মত্ত মর্তের অসুর
কোলের শিশু ছুঁড়ে ফেলে দূরে।
নেইকো সুযোগ উচ্চস্বরে কাঁদার,
ভয়ে নিরব কন্ঠ সাড়া গ্রাম জুড়ে।
খেলার মাঠ থেকে চাষের জমি
বেনিয়ম হয়েছে মাছের ভেড়ি।
করো যদি সাহস প্রতিবাদ করার
ধেয়ে আসে পিঠে সন্ত্রাসের ছড়ি।
দুশ্চিন্তায় কাটে ঘুমহীন রাত্রি
এই বুঝি টোকা পড়ল দ্বারে।
দাদাদের আদর মেটাতেই হবে
নইলে জ্বলবে আগুন পরিবারে।
অশ্রু-রক্তে ভেজা মাটি দিয়ে
শপথ করি জয়ের তিলক এঁকে।
ছাড় পাবেনা একটিও শয়তান
যদি কবরেও লুকিয়ে থাকে।