ধর্মের নেশায় আজ মত্ত সমাজ,
নগ্নতা যেন ধর্মের নামান্তর মাত্র।
বিচার-বিবেক সব শূন্যে বিলীন,
ধর্মীয় বিষে বিষাক্ত স্কুলের ছাত্র।
ধর্মের নামে গড়া বিভেদের প্রাচীর,
হৃদয় গুলি সংকীর্ণতায় পরিপূর্ণ।
ওরা খাদ্যে-পোশাকে ধর্ম খোঁজে ,
মন্দির-মসজিদ-গির্জা জরাজীর্ণ।
লোক দেখানো আচার অনুষ্ঠান,
দেবতা নয়, মানুষকেই খুশি করা।
মনে হিংসা-বিদ্বেষ-লোভ-লালসা ,
ব্যর্থ তীর্থস্থানে গাধার পিঠে চড়া।
দাঙ্গায় মিশে হিন্দু মুসলিম রক্ত,
মৃত শরীরেও সন্ধ্যান ধর্মীয় চিহ্ন।
সাদা কাফনে নেই কোনো তফাৎ
অন্তহীন যাত্রায় গৌরব চূর্ণবিচূর্ণ।
তাই বিশ্ব মাঝারে কান পেতেছি,
শুনেছি অসহায় মানুষের কান্না।
দেবজ্ঞানে দিয়েছি পূজার ভোগ,
অন্তরে সীমাহীন আনন্দের বন্যা।