জীবন যেন গড়ের মাঠে দৌড় প্রতিযোগিতা,
বিচারকের আসনে বসে আছেন স্বয়ং বিধাতা।
সকলের জানা এন্ডিং পয়েন্টে মৃত্যু অপেক্ষমাণ,
এ জীবন তবুও প্রাণপনে সেই দিকেই ধাবমান।

কেউ দৌড়ায় খালি পেটে জীর্ণ পোশাক গায়ে,
কেউ দৌড়ায় ভুঁড়ি নিয়ে বুট মোজা পায়ে।
কারোর পকেটে নেই সামান্য দুই আনা কড়ি,
কেউবা মনে করে দুটি টাকার পাহাড় গড়ি।

কেউ ভাবে অনেক দেড়ি এইতো সবে শুরু,
রসদ কিছু জোগাঢ় করি পাড় করবেন গুরু।
কেউ ভাবে এখনই সময় আমার সুকর্ম করার,
তবে থাকবে না ভয় একটুও যে নিশ্চিতে মরার।

নায্য বিচারক তিনি অতিসূক্ষ্ম বিচার তাঁর,
পারফরম্যান্সের ভিত্তিতে দেবেন পুরস্কার।
চলবে না চালাকি সেথা কর্মফল হবে পেতে
মানবতার মন্ত্র শিখে নাও শেষ পাড়ি দিতে।