হৃদয়ের ক্যানভাসে রামধনুর সাত রঙ দিয়ে
আমাদের সুখের ঘর এঁকে ছিলাম ।
একাকিত্বের অন্ধকারময় জীবনে
তুমিই ছিলে একমাত্র উজ্জ্বল নক্ষত্র,
যার কাছে নিজের স্বপ্ন গুলো পরিপাটি করে
গুছিয়ে রাখার দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হয়ে ছিলাম।
সেই বিশ্বস্ত হাতটাই যত্ন সহকারে
ফুলের মত সাজানো জীবনকে
এই ভাবে এলোমেলো করে দেবে তা কে জানত?
যে রাত প্রেমের জোয়ারে ভেসে ভোর হত,
সে রাতের পরিসমাপ্তি ঘটে এখন অশ্রুবিন্দু দিয়ে
পুরানো স্মৃতি গুলো মুছে ফেলার ব্যার্থ চেষ্টায় ।
আমার দিনযাপন প্রতিনিয়ত যন্ত্রণাকে সঙ্গী করে,
তুমি সুখে থেকো অন্য হাত ধরে লাল কাপড়ে।