সময়ের চাদর গায়ে জড়িয়ে হেঁটেছি অনেকটা বছর ,
কলেজে বটবৃক্ষের তলে ফেলা আসা কবিতার আসর।
বসন্ত আজ ফ্যাকাশে যেন,কোকিলের বুঝি কন্ঠ ধরা,
চাঁদের আলো জ্যোতি হারিয়েছে,নিস্তেজ রাতের তারা।
প্রাক্তনী বেশ সুখেই আছে ভবিষ্যৎতের আঙুল ধরে,
প্রতিদিন ছুঁয়ে দেখি স্মৃতির পাতা ধূলোর কণা ঝেড়ে।
জীবনের সকল রঙ সঁপে ছিলাম তারে প্রেম নিবেদনে,
উপেক্ষার ঘন মেঘ ধরল চেপে ভালোবাসার প্রতিদানে।
এখন চুলে জট লেগেছে, মুখে ঘন কাঁচাপাকা দাড়ি,
ভবঘুরে উপাধি পেয়েছি শোকের সাগর দিয়ে পাড়ি।
আজও সযত্নে রেখেছি প্রিয়তমার লাল পেড়ে কাপড়,
ওটাই আমার কাফন করো যখন দেবে আমায় কবর।